আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। একই সঙ্গে নির্বাচনকালীন দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চালানো হবে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি নানা গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে। তাই এসব অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিহত করতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে যেতে হবে। নির্বাচনি নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদানের পদ্ধতি এবং কোনো বিশৃঙ্খলা দেখা দিলে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।’
প্রেস সচিবের জানান, প্রধান উপদেষ্টা ইলেকশন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করতে, যাতে জনগণ আগেভাগে প্রস্তুত হতে পারে এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারে।
তিনি জানান, বৈঠকে নির্বাচনের আগের ৭২ ঘণ্টা ও পরের উদ্ভূত পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কীভাবে কাজে লাগানো যায়, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন