বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৯:০৫ পিএম

বোনের মরদেহ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৯:০৫ পিএম

দামুড়হুদা মডেল থানা। ছবি-  রূপালী বাংলাদেশ

দামুড়হুদা মডেল থানা। ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট বোনের মরদেহ দাফন করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বড় ভাইয়ের।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাওলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৬০)। তিনি একই উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মণ্ডলের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ডুগডুগি গ্রামের নূরু মিয়ার স্ত্রী শিরিনা খাতুন (৫০) নিজ ঘরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বোনের মৃত্যুসংবাদ পেয়ে পার্শ্ববর্তী দর্শনার আকুন্দবাড়ীয়া গ্রাম থেকে ভাই নিজাম উদ্দিন ছুটে আসেন ডুগডুগি গ্রামে।

কিন্তু বোনের মরদেহ দেখার পরই নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উপজেলার উজিরপুর এলাকায় তিনি মারা যান।

এদিকে ভাই-বোনের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আপন দুই ভাই-বোনের পরপর মৃত্যুতে গোটা গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়। আর নিজাম উদ্দিনের মরদেহ আছরের পর জানাজা শেষে আকুন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। তবে এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

Link copied!