নারী ক্রিকেটের বিশ্বমঞ্চে আবারও রেকর্ডের ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। বুধবার গুয়াহাটিতে উইমেন’স বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
ইনিংসের প্রথম দুই ডেলিভারিতেই বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ের সূচনা করেন উলভার্ট। এরপর থেকে ইংল্যান্ড বোলিং আক্রমণের ওপর আধিপত্য দেখিয়ে তার ব্যাটিং প্রবাহ আরও তীব্র হতে থাকে। ১৪৩ বলে ১৬৯ রানের তার ইনিংসটি সাজানো চারটি ছক্কা ও ২০টি বাউন্ডারিতে।
নকআউট পর্বে সেঞ্চুরি করা প্রথম নারী অধিনায়ক হিসেবে ইতিহাসে নাম লেখালেন উলভার্ট। সব ধরনের বিশ্বকাপ মিলিয়ে অধিনায়কের সর্বোচ্চ ইনিংসের তালিকায় তিনি এখন দ্বিতীয়।
তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক, যিনি ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিশ্বমঞ্চে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে মারিজান ক্যাপের অপরাজিত ১০২ ছিল প্রোটিয়াদের সেরা ইনিংস, যা এবার অনেকটাই ছাড়িয়ে গেলেন অধিনায়ক উলভার্ট।
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ নকআউটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরি। ২০২২ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি খেলেছিলেন ১৭০ রানের স্মরণীয় ইনিংস।
আর সব দল মিলিয়ে বিশ্বকাপ নকআউট ম্যাচে উলভার্টের ইনিংসটি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছেন ভারতের হারমানপ্রিত কৌর, যিনি ২০১৭ সালের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৭১ রান করেছিলেন।
এই ইনিংস দিয়ে ওয়ানডে ক্রিকেটে উলভার্ট স্পর্শ করলেন পাঁচ হাজার রানের মাইলফলক। দক্ষিণ আফ্রিকার প্রথম এবং বিশ্বব্যাপী মাত্র ষষ্ঠ নারী ব্যাটার হিসেবে এই অর্জন তার ঝুলিতে যুক্ত হলো।
মেয়েদের ওয়ানডেতে এটি উলভার্টের দশম সেঞ্চুরি। এই তালিকায় তার ওপরে এখন রয়েছেন কেবল চারজন—ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (১২), নিউজিল্যান্ডের সুজি বেটস (১৩), ভারতের স্মৃতি মান্ধানা (১৪) ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং (১৫)।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন