ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে ৬৫ ঘনফুট সেগুন ও গামারি কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৪:০৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানকৃত অবৈধ কাঠ জব্দ করেছে বান্দরসিং (বিওপি) বিজিবি।

বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বান্দরসিং বিওপির ক্যাম্প থেকে আনুমানিক ০১ কি. মি. পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে বি-টিলা নতুনপাড়া বাগান নামক এলাকা হতে কাঠ চোরাচালান হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নতুনপাড়া বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ লোডিং পয়েন্টে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল পরিত্যক্ত অবস্থায় ৬৫ ঘনফুট সেগুন এবং গামারি কাঠ জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ২৫০ টাকা। জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যাটালিয়ন অধিনায়ক।