ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, কাল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৬:০৫ পিএম
নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে। রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনি সহায়তার বিষয়ে কথা হয়েছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও জানান, পর্যবেক্ষক সংস্থাটি আগামী নির্বাচনে কয় সদস্য বিশিষ্ট টিম পাঠাতে চায় সে বিষয়ে কথা হয়নি। তবে ভোটের আগের পরে মিলিয়ে ভোটের মাঠে নির্বাচন পর্যবেক্ষণে থাকতে চায় সংস্থাটি।

ইসি সচিব জানায়, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে। এ ছাড়া রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে কাজ করছে বলে জানায় ইসি।

আখতার আহমেদ বলেন, গতকাল রাতে ককটেল নিক্ষেপ কমিশনের বাইরের ঘটনা। প্রয়োজনে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।