ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩ ড্রেজার ও ২ হাজার মিটার পাইপ বিনষ্ট

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানে দেলদুয়ার থানা পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানকালে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত তিনটি বাংলা ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার মিটার ড্রেজিং পাইপ উদ্ধার করা হয়। তবে এসব যন্ত্রপাতির মালিকানার দাবিদারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনটি ড্রেজার মেশিন ও পাইপগুলো বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।