ভারতের মহড়ার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই তথ্য জানিয়েছে জিও নিউজ। সোমবার (২৭ অক্টোবর) সংবাদ মাধ্যমটি জানায়, আগামী দুদিন অস্থায়ীভাবে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে।
জিও নিউজের প্রতিবেদন বলছে, পাকিস্তানের এয়ারপোর্টস অথরিটি (পিএএ) কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী, ২৮ ও ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন তিন ঘণ্টা করে, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
জানা গেছে, ভারত ‘ত্রিশূল ২০২৫’ নামের একটি (স্থল, নৌ ও বিমানবাহিনী) যৌথ মহড়া আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তঘেঁষে পরিচালনা করবে।
মূলত ওই সময়ে ভারতও গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।


