ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৯তম উপশাখা উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:১৭ এএম

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মো. রাফাত উল্লা খান বলেন, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক সব সময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরিয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।