ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষায় গার্ডিয়ান  ও অ্যাগ্রিভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:২১ এএম

বাংলাদেশের কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও অ্যাগ্রোফিনটেক স্টার্টআপ অ্যাগ্রিভেঞ্চার লিমিটেড যৌথভাবে কৃষকদের জন্য ‘ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স’ সেবা চালু করেছে। এ অংশীদারত্বের মাধ্যমে অ্যাগ্রিভেঞ্চারের অর্থায়নে গার্ডিয়ান এখন থেকে কৃষকদের বিমা সুরক্ষা দেবে। নতুন এ চুক্তি সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, আমরা বিশ্বাস করি, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সবার জন্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। কৃষকরা আমাদের অর্থনীতির মেরুদ-স্বরূপ। অথচ তারাই সবচেয়ে বেশি আর্থিক ঝুঁকির মধ্যে থাকেন। তাই এই অংশীদারত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, তাদের পরিশ্রম যেন বৃথা না হয়, সেই সাথে ভবিষ্যৎও যেন নিরাপদ ও সুরক্ষিত থাকে।