ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ভ্রমণের পেমেন্ট বিকাশ করলেই বিদেশ যাওয়ার সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:২২ এএম

ভ্রমণপ্রেমীদের বেড়ানোকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করতে এবার বিমান, বাস টিকিট ও হোটেল বুকিংয়ে প্রতি মাসে বিকাশে সর্বোচ্চ পেমেন্টকারী পাচ্ছেন নেপাল বা মালদ্বীপ ভ্রমণের সুযোগ। ২য় ও ৩য় সর্বোচ্চ পেমেন্টকারী যথাক্রমে জিতে নিচ্ছেন কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশনের সুযোগ। এ ছাড়া, ভ্রমণকারীরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন অফার। ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশের সাথে শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে। সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালীন প্রতি মাসে ৩ জন করে ৪ মাসে মোট ১২ জন এই পুরস্কারগুলো জিতে নেবেন। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫-এ এবং চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে - যঃঃঢ়ং://ঃরহুঁৎষ.পড়স/সৎ২ীলযঁ৯।