ভোরের আকাশে রহস্যময় দৃশ্যে তোলপাড়, ব্যাখ্যা জানাল পিএমডি
অক্টোবর ২৮, ২০২৫, ১১:০৮ পিএম
ভোরের নিস্তব্ধতা ভেঙে যখন কোয়েটার আকাশে ফুটে উঠল এক অপার্থিব দৃশ্য, শহরবাসী থমকে গেল বিস্ময়ে। কোহ-ই-মুরদার পর্বতমালার ওপর ভেসে উঠেছিল এক অদ্ভুত মেঘ। লেন্সের মতো গোল, রঙে রঙে ঝলমলে, যেন আকাশে রংধনুর টুকরো জেগে উঠেছে।
পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) পরে জানাল, এটি ছিল এক বিরল প্রাকৃতিক ঘটনা ‘লেন্টিকুলার মেঘ’। মাত্র কুড়ি...