ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিএফভিপিইএ সভাপতি জাহাঙ্গীরের ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:০৭ এএম

অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা বাংলাদেশ ফুড ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রডাক্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফভিএপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আসাদুজ্জামান ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে মূল্য কম দেখানোর (আন্ডার ইনভয়েসিং) মাধ্যমে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে জাহাঙ্গীর ও তার প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব হিসাবে থাকা অর্থ যেকোনো সময় উত্তোলন করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা দরকার।