আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, এমন ভয়ভীতি ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের নেতারা। একইসঙ্গে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরপেক্ষভাবে কাজ করবে বলে প্রত্যাশা তাদের। গত রোববার রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক জরুরি প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির নেতারা এ প্রত্যাশা জানান। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভায় আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। চার ঘণ্টা ধরে চলা ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার নিয়ে আলোচনা করেন দলটির নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি প্রত্যাশা করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ পায়, সে ধরনের ভয়ভীতি ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিত করবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরপেক্ষভাবে কাজ করবে। প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনে দলীয় সমর্থক কোনো কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তাকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের পদে বসাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জাতীয় পার্টি। বর্তমান সরকার আন্তরিক হলে অবশ্যই সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীতে একটি ভোট উৎসবের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হতে পারে।
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে চায় উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ৩৫ বছরের বেশি সময় ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে জাতীয় পার্টি সব সময় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করতে চায়। তবে কোন প্রক্রিয়ায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, সেটি আরও কিছুদিন পর জাতির সামনে তুলে ধরা হবে। তার আগে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, সাহিদুর রহমান, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম, মোস্তফা আল মাহমুদ বক্তব্য দেন। দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সভায় সূচনা বক্তব্য দেন।

