মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর ফের আলোচনায় একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। এই অভিনেতার অপমৃত্যুর মামলাটি সম্প্রতি হত্যা মামলায় রূপ নিয়েছে। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ফের আলোচনায় উঠেছে এই কিংবদন্তি অভিনেতার অকাল মৃত্যুর ঘটনাটি। বিষয়টি ভক্ত হিসেবে মানতে পারছেন না এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নাট্যনির্মাতা জাকিউল ইসলাম রিপন পরিচালিত ‘পাগলী’ নাটকের শুটিং চলাকালীন সরেজমিনে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে সালমান শাহ প্রসঙ্গে কথা বলেন অহনা রহমান।
এ সময় তিনি বলেন, ‘একটা মৃত্যু মানুষকে নিয়ে এত টানাহেঁচড়া ভালো লাগছে না। যদিও এটি একান্ত সালমান শাহর পারিবারিক ব্যাপার। তবে যেহেতু বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে বেশ চর্চা হচ্ছে তাই ভক্ত হিসেবে বিষয়টা খারাপ লাগছে।’
‘সালমান শাহ আমাদের দেশের অনেক বড় মাপের শিল্পী ছিলেন। এফডিসিতে শুটিং করতে গিয়ে তাকে নিয়ে অনেক কথাই শুনেছি। তিনি ছিলেন একজন ব্যতিক্রম অভিনেতা। তার তুলনা শুধুই তিনি। সালমান শাহ বাংলাদেশের শাহরুখ খান ছিলেন। আমার চাওয়া হত্যা না আত্মহত্যা তা অনুসন্ধানে বেরিয়ে আসুক’, বলেন অহনা।
এই অভিনেত্রী আরও বলেন, ‘বারবার তার ছবিটা সামনে আসছে, তাই খারাপ লাগাটা একটু বেশিই।’
তিনি বলেন, ‘একজন মৃত্যু মানুষকে নিয়ে এত চর্চা ঠিক না। অনুসন্ধান গোপনেও হতে পারে। বিষয়টা এতটা ওপেন আনা দরকার বলে মনে করছি না, অতিরিক্ত প্রচার হচ্ছে। এত প্রচারে একটা রূহের কষ্ট হয়।’
অহনা বলেন, ‘দোয়া করি আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। মাঝে শুনেছিলাম আবারও নাকি লাশ তোলা হবে, শুনে কষ্ট লাগছে।’
‘একজন সালমান শাহ ভক্ত হিসেবে চাওয়া থাকবে, যত দ্রুত সম্ভব এই রহস্যের উন্মোচন হোক। এতে করে হয়তো তার আত্মা শান্তি পাবে,’ যোগ করেন তিনি।


