ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ঘুম ঘুম চোখ নিয়ে নিশ্চুপ বৃষ্টি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৭ এএম

নিশ্চুপ বৃষ্টি বাংলাদেশি আইডলখ্যাত এই প্রজন্মের বেশ শ্রোতাপ্রিয় একজন সুরেলা সংগীতশিল্পী। তার কণ্ঠের বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। গান করছেন নিয়মিত।  সেই ধারাবাহিকতায় বৃষ্টি আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘ঘুম ঘুম চোখ’। তারেক আনন্দের গীতিকবিতায় সুর ও সংগীত করছেন অয়ন চাকলাদার। গানটিতে বৃষ্টির সঙ্গে গাইবেন তামিম।

গানটি নিয়ে  বৃষ্টি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ার লেখা বেশকিছু গান আমার শোনা হয়েছে। তিনি চমৎকার গান লিখেন। অনেক আগেই তার লেখা গান গাওয়ার কথা ছিল। কিন্তু শেষমেষ ঘুম ঘুম চোখ-গানটিই প্রথম গান হচ্ছে। গানটির কথা এবং সুর এতো চমৎকার আশা করছি ভালোভাবে গানটি গাইতে পারব এবং প্রত্যাশাও এমন যে গানটি প্রচারে এলে শ্রোতাদর্শকের ভীষণ ভালোলাগবে।’

আরও তিনটি নতুন গানের কাজ চলছে। সবগুলো গানেই অল্প কিছুদিনের মধ্যে ভয়েজ দেবেন বৃষ্টি। এদিকে গত শনিবার বাংলাভিশনের ‘সাধু সংগীত’ অনুষ্ঠানের জন্য গান গেয়েছেন বৃষ্টি। এই আয়োজনে তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’, ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ও ‘গাড়ি চলে না চলে না’ গানগুলো গেয়েছেন।