ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০২:৩০ পিএম
উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ ছাড়া আগামীতে অগ্রাধিকারভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে  প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক চলে। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতির বরাতে জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।