ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মানিকগঞ্জে দিনদুপুরে ডাকাতি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৭:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে দিনদুপুরে মোবাইল ফোনের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাতটার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ সুপার মার্কেটে ‘পিকাবো’ মোবাইল শো-রুমে সাত থেকে আটজনের একটি দল এ ডাকাতির ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানায়, ডাকাতির সময় কাটার মেশিন দিয়ে দোকানের তালা ভেঙে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। দোকানে ঢুকে বিভিন্ন ব্র্যান্ডের অর্ধশতাধিক মোবাইল লুট করে নেয় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া মালামালের দাম প্রায় ২০ লাখ টাকা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’