মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে দক্ষিণ কোরিয়া এসেছেন হোয়াইট হাউসের প্র্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ট্রাম্প যখন সিউলে বিশ্ব রাজনীতির ক্রীড়নকদের নিয়ে ব্যস্ততম সময় পার করছেন, তখন বিউটি সুপ তথা সৌন্দর্যবর্ধক সামগ্রী নিয়ে মেতে আছেন ক্যারোলিন লেভিট।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে ‘বিউটি সুপ’ সংগ্রহের ছবি পোস্ট করেছেন লেভিট। ক্যাপশনে লিখেছেন, সাউথ কোরিয়া স্কিন কেয়ার ফাইন্ডস (South korea skincare finds)। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে লেভিটের এ পোস্ট।
পোস্টে কোথা থেকে এসব সামগ্রী সংগ্রহ করেছেন জানাননি লেভিট। তার শেয়ার করা ছবিতে ‘ওলিভ ইয়ং এক্সক্লুসিভ’ এর লেবেল দেখা যাচ্ছে, যা দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্য ও সৌন্দর্যের বৃহত্তম প্রতিষ্ঠান।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে ‘কে বিউটি প্যাভিলিয়নের’ উদ্বোধন হয়, যেখানে বিদেশি পর্যটক ও ডেলিগেটরা কোরিয়ান বিউটি স্কিন কেয়ার সামগ্র্রীর জন্য ভিড় করে থাকেন। ধারণা করা হচ্ছে , ক্যারোলিন লেভিটের বিউটি সুপও সেখান থেকে সংগ্রহ করা।



