ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:০৬ এএম
সূর্যগ্রহণ । ছবি- সংগৃহীত

মাত্র কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী। এবার আসছে বছরের শেষ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় আংশিক সূর্যগ্রহণ (Partial Solar Eclipse) দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এই বিরল দৃশ্য দেখা সম্ভব নয়।

কীভাবে দেখা যাবে এই গ্রহণ

এই আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে ফেলবে। ফলে আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতিতে দেখা যাবে। গ্রহণটি সেপ্টেম্বর বিষুবের (Equinox) একদিন আগে ঘটছে, যখন দিন-রাত প্রায় সমান হয়। তাই একে বলা হচ্ছে ‘বিষুবগ্রহণ’।

গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ১৯:৪৩ মিনিটে এবং অল্প সময়ের ব্যবধানে শেষ হয়ে যাবে। স্থানীয় সময় ও অঞ্চলভেদে সময় কিছুটা ভিন্ন হবে।

যেসব দেশে দেখা যাবে

নিউজিল্যান্ড, পূর্ব অস্ট্রেলিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে। নিউজিল্যান্ডের ডুনেডিন শহরে সূর্যের প্রায় ৭২% ঢেকে যাবে। অ্যান্টার্কটিকাতেও থাকবে অভূতপূর্ব দৃশ্যের সুযোগ।

তবে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশ এবং আমেরিকার বেশির ভাগ অঞ্চল থেকেও এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস