ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আজ বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ

আফগানদের সামনে আত্মবিশ্বাসী লিটনরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:১৫ এএম

শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ফাইনালের মতোই। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (আফগানিস্তান ম্যাচটি আমাদের জন্য ফাইনালের মতোই। ডু অর ডাই ম্যাচ। দেখা যাক।’ এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। গত ম্যাচে হারলেও হতাশা ভুলে আফগানদের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী লিটনরা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ে মহাবিপর্যয় হয়েছে। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে যে ধাক্কা খায় বাংলাদেশ, সেটি শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি তারা। জাকের আলী ও শামীম পাটোয়ারী মিলে লম্বা জুটি গড়ে স্কোর বোর্ডে ১৩৯ রান তুললেও তা জয়ের জন্য পর্যাপ্ত হয়নি। অনায়াসে ম্যাচ জিতেছে লঙ্কানরা। শট সিলেকশনে ভুল করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষ দিকে স্কোর বোর্ডে রান তুলতে না পারার কারণ হিসেবে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান জাকের আলী বলেছেন, দ্রুত ৫ উইকেট পতনের পর ঝুঁকি নিতে পারেননি তারা। কারণ হাতে উইকেট ছিল না। এ ছাড়া প্রচ- গরম আর বাতাসের কারণে শেষ দিকে স্কোর বোর্ডে বেশি রান যোগ করতে পারেননি তারা। যদিও জাকেরের এই অজুহাত ঘিরে অনেক সমালোচনা হচ্ছে। তবে ব্যাটিংয়ে যেসব জায়গায় ভুল হয়েছে, তা শুধরেই আজ আফগানদের মোকাবিলায় মাঠে নামবে বাংলাদেশ।

যদি ব্যাটিংটা প্রত্যাশিত হয় বাংলাদেশের, তাহলে আফগানিস্তান ম্যাচে ভালো কিছুই অপেক্ষা করছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো পরীক্ষা নেবেন আফগানিস্তানের বোলাররা। বিশেষ করে রশিদ খান, ফজলহক ফারুকিরা লিটনদের বিপদে ফেলতে পারেন। তাদের ধারালো বোলিংয়ের সামনে চ্যালেঞ্জ নিয়েই ব্যাটিং করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদরে। এ পরীক্ষায় সফল হতে পারলে আফগানিস্তানের বিপক্ষে ফল বের করে আনা সম্ভব।

অন্যদিকে, আফগানদের ব্যাটিং গভীরতাও অনেক। তাদের দলে ম্যাচ উইনারের ছড়াছড়ি। রহমতউল্লাহ গুরবাজ রশিদ খান, মোহাম্মদ নবি, গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ কিংবা ফজল হক ফারুকি- যেকোনো পরিস্থিতিতে তাদের সবাই একা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দু-একজন অসাধারণ কিছু করে দেখাতে পারলেই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। এই জায়গায় বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। অবশ্য বাংলাদেশের বোলিং ইউনিট বেশ আশাজাগানিয়া। মোস্তাফিজ, তাসকিন ও শরিফুলরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা আফগান ব্যাটসম্যানের মাথাব্যথার কারণ হতে পারেন।

সব মিলে ভালো কিছু করে দেখাতে পারলে সুপার ফোরে খেলার আশা জিইয়ে থাকবে বাংলাদেশের। এখনো সুপার ফোরে বাংলাদেশের খেলার সুযোগ দেখছেন এশিয়া কাপের টেকনিক্যাল কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘সুযোগ একদম চলে গিয়েছে এটা বলব না। অবশ্যই সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে যদি ভালো কিছু করতে পারা যায়, অবশ্যই সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে।’