চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গুলশান আরা চমন (৫৬) হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুই দিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।