বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুরু হয়েছে। নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে মোতায়েন থাকবে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য।
এ ছাড়া ক্যাম্পাস ও এর পরিসীমায় নিরাপত্তা নিশ্চিতে সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ভোটের দিন প্রায় দুই হাজার পুলিশ সদস্য (পোশাকধারী, সাদা পোশাকধারী ও ডিবি) একযোগে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে কাজ করবে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ২১ ভোটকেন্দ্রে মোট ২২৪টি বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা থাকবেন। দায়িত্বে থাকবেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমপরিমাণ কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে। শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা গার্ড থাকবেন।
ভোট পর্যবেক্ষণের জন্য সিনেট হলে বড় স্ক্রিন বসানো হয়েছে, যেখানে প্রতিটি হলের ভোট কার্যক্রম সরাসরি মনিটর করা যাবে। ভোটগ্রহণ হবে ওএমআর ব্যালটে, যেখানে টিকচিহ্ন দিয়ে প্রার্থী নির্বাচন করতে হবে। ভোটারদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।