ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

এইটা ডাকসু না, এক্কেবারে ‘হিজাবসু’: নীলা ইসরাফিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:০৫ এএম
নীলা ইসরাফিল। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে লড়া সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ৮৪ ভোট অর্জন করেন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সিনেট ভবন মুখরিত হয়ে ওঠে ‘হিজাব হিজাব’ শ্লোগানে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ফলাফল ও হিজাব নিয়ে কথা বলেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তার ফেসবুক পোস্টে তিনি ছাত্রশিবিরের রাজনীতি, জোট প্যানেল এবং হিজাব প্রসঙ্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নীলা ইসরাফিল লেখেন, নির্বাচনে শিবিরের প্যানেল প্রায় সব পদে জয়লাভ করেছে। ভাইস প্রেসিডেন্ট পদে সাদিক কায়েম ১৪ হাজারের বেশি ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে ফারহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহিউদ্দিন।

নীলা বলেন, মোট ২৮টি পদে ২৩টি পদ শিবির জিতেছে। কিন্তু বিজয়ের পরও তারা দেশের সমস্যার দিকে মনোযোগ দিচ্ছে না, বরং হিজাব নিয়ে শোরগোল করছে। দেশের নারীদের নিরাপত্তা, ধর্ষণ ও আদালতে ঝুলে থাকা মামলা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। শুধু হিজাবকে রাজনৈতিক বা সামাজিক প্রভাবের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি ডাকসুকে ‘হিজাবসু’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, যে দেশে নারীদের সম্মান নেই, সেখানে মেয়েদের ওপর জোর করে হিজাব চাপানো ঠিক নয়। প্রথমে নিজের মাথা মুড়িয়ে নাও, তারপর মেয়েদের মাথায় চাপাও। দেশের গরীবরা খেতে পারছে না, তরুণরা চাকরি পাচ্ছে না, আর তারা ধর্মব্যবসার নামে মঞ্চে গলা ফাটাচ্ছে। বাংলার মাটিতে জঙ্গি ঠেলাঠেলি চলবে না। নারীর ওপর জোর করে কাপড় চাপানো যাবে না।

নীলা আরো বলেন, এ ধরনের রাজনীতি সমাজের মূল সমস্যা দূরে সরিয়ে দিচ্ছে। দেশের শিক্ষার্থী ও তরুণদের সমস্যার চেয়ে হিজাবকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। দেশের প্রকৃত উন্নয়ন ও নারীর সুরক্ষা প্রথমে নিশ্চিত করা উচিত।