ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:০২ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে বকেয়া বেতন, ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বকেয়া বেতন, নাইট বিল পাওনা রয়েছে। মালিক পক্ষ বেতন দিতে টালবাহানা করায় সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে প্রায় দুই শতাধিক শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। এতে প্রায় দেড় ঘণ্টা পর  শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানার প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা। 

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কারখানার কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কীভাবে তাদের পাওনা পরিশোধ করা যায় তার চেষ্টা অব্যাহত রেখেছি।

এ ছাড়াও কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।