ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চাল বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:০৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯টি ওয়ার্ডের ২০৮ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে ৯টি ওয়ার্ডের ২০৮ জন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজিডি চালের শুভ উদ্বোধন করেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম আলামিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ সচিব মো. শহিদ মিয়া, ইউপি সদস্য মো. জসিম মিয়া, মো. মাহতাব মিয়া, মো. নাছির মিয়া, ফাতেমা বেগম প্রমুখ।