আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করছি, তা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে।
তিনি আরও জানান, রাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গণনার প্রস্তুতি নিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই দুটি নির্বাচনই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
একই বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে কী ধরনের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো কারণেই হোক, এই নির্বাচনগুলো এখন জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। আমরা আশা করি, চাকসু এবং রাকসু নির্বাচনও ভালোভাবে সম্পন্ন হবে।