ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

তরুণদের মধ্যে জনপ্রিয় হচ্ছে নকল বিয়ে

অন্যরকম প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:১৮ এএম

ভারতের শহরাঞ্চলে একটি অদ্ভুত কিন্তু ক্রমবর্ধমান ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে নকল বিয়ে। এখানে আসল কোনো সম্পর্ক বা বিবাহের প্রয়োজন নেই, তবুও সবকিছু সাজানো হয় একেবারে আসল বিয়ের মতো। অনুষ্ঠানটিতে ভেজাল বিয়ে হলেও সাজসজ্জা, আয়োজন, খাবার এবং নাচ-গান সবই থাকে পূর্ণাঙ্গ। মূলত এটি তরুণ প্রজন্মের জন্য এক ধরনের থিম পার্টি, যেখানে তারা বিয়ের আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু সামাজিক দায়িত্ব বা পারিবারিক চাপ থেকে মুক্ত থাকে।

এই নতুন ধাঁচের অনুষ্ঠানের জনপ্রিয়তার পেছনে রয়েছে শহরজীবী তরুণদের ব্যস্তজীবন। যারা গ্রামের বা পরিবারের অনুষ্ঠান মিস করেন, তারা এই ধরনের নকল বিয়েতে অংশ নিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করেন। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিশেষভাবে এই অনুষ্ঠান আয়োজন করে থাকে। সাধারণত অংশগ্রহণের জন্য টিকিট কেটে নেওয়া হয়। টিকিটের দাম দুই হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকাও হতে পারে। টিকিট কিনলেই দর্শক পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারেন। এখানে কোনো প্রকার সামাজিক দিকনির্দেশনা নেই, নিজেই সময় কাটানোর স্বাধীনতা। নকল বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এটি তরুণদের জন্য একেবারে চাপমুক্ত অভিজ্ঞতা। আসল বিয়েতে অংশ নিলে অনেক নিয়ম মেনে চলতে হয় সাজসজ্জা, আত্মীয়স্বজনের চোখে পড়া, আচরণ সবকিছু মাথায় রাখতে হয়। কিন্তু নকল বিয়েতে এসব নেই।

অংশগ্রহণকারীরা শুধু উৎসবের আনন্দ উপভোগ করেন। ভারতে বিয়ের শিল্পের বাজার প্রায় ১৩০ বিলিয়ন ডলার। তবে বর্ষা ও অফ-সিজনে বিয়ের আয়োজন কম থাকে। এই সময়ে বাজার চাঙা রাখার জন্যই কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নকল বিয়ের আয়োজন শুরু করেছে। এক পরিচালক বলেন, ‘সিজন অফে ভেন্যু, খাবার, এবং অন্যান্য খরচ বহন করতে হয়।

তাই আমরা ১০ লাখ টাকা খরচ করলেও এটি আমাদের জন্য লাভজনক।’ নকল বিয়েতে শুধু সাজসজ্জা নয়, অনুষ্ঠানের বিভিন্ন উপাদানও থাকে পূর্ণাঙ্গ। মেহেদি অনুষ্ঠান, গান-বাজনা, নাচ সবই আয়োজন করা হয়। বন্ধু-বান্ধবরা পেশাদার কোরিওগ্রাফারের কাছ থেকে নাচ শিখে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে তারা এক ধরনের অভিজ্ঞতা শেয়ার করে।