ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. নয়ন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নিহত নয়ন কেরানীগঞ্জ মডেল থানার ভাসান চর গ্রামের আনু মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই দ্বীন ইসলাম জানান, রাতে নয়ন মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এসময় নারিকেলবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নয়ন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।