বাংলাদেশ মাশায়েখ কাউন্সিলের (বিএমসি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ইসলামের ১৫০০ বছর পূর্তি উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে দেশের বিভিন্ন প্রখ্যাত দরবার শরিফ ও তরিকতের প্রতিনিধি, ওলামা-মাশায়েখ, আলেম-উলামা, সমাজসেবকসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফতেহ উল্লাহ আল আমান বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর আলোয় জীবন গঠন করা প্রতিটি মুসলমানের প্রকৃত দায়িত্ব।” তিনি আরও বলেন, “পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।’
আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াসির আহমেদ সোবহানী (আল ক্বাদেরী) বলেন, “ভবিষ্যতেও সুন্নাহর আলোয় সমাজ বিনির্মাণে বিএমসি নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”
মাহফিলে স্বাগত বক্তব্য দেন মাজেদুল হক চানপুরী।
এছাড়া বক্তারা কোরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও নৈতিক উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা শেষে বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।