ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পুতিনকে কী কী উপহার দিলেন মোদি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩০ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দুই দিনের ভারত সফরে এসে ছয়টি বিশেষ উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের বিভিন্ন প্রদেশের ঐতিহ্যবাহী ও বিশেষ বৈশিষ্ট্যের সামগ্রী ছিল এই উপহারের তালিকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ হাতে এসব উপহার প্রদান করেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুতিন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।

মোদি পুতিনকে প্রথমেই উপহার দেন রুশ ভাষায় অনূদিত গীতার একটি সংস্করণ, যেখানে মহাভারতের যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ ও অর্জুনের উপদেশমূলক সংলাপ লিপিবদ্ধ রয়েছে।

এরপর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৈরি রুপার কারুকাজ করা একটি টি-সেট পুতিনকে উপহার দেন মোদি। সেটটিতে রয়েছে চায়ের পেয়ালা, কেটলি ও বিভিন্ন পাত্র যার প্রতিটিতে ফুটে উঠেছে বাঙালির শিল্প ও কারুকার্যের নিপুণতা।

এ ছাড়া পুতিনের হাতে তুলে দেওয়া হয় আসামের বিশ্ববিখ্যাত চা, কাশ্মীরের বিখ্যাত মশলা জাফরান, মহারাষ্ট্রে তৈরি রুপার ঘোড়া ও আগরার মার্বেল পাথরের দাবার সেট।

ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়া থেকে খনিজ তেল আমদানি অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও ভারত তাদের নীতি পরিবর্তন করেনি। দিল্লিতে এই সফরকালে পুতিনও দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বার্তা দেন।

তথ্যসূত্র:  এনডিটিভি