নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ঘটে যাওয়া দিনদুপুরের ‘ডাকাতি’ ছিল সাজানো নাটক- এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়ি থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতির অভিনয় চালায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার (৮ম শ্রেণি), হানিফ মিয়ার ছেলে নাবিল (৯ম শ্রেণি), আলী হোসেনের ছেলে শাহ আলম (৬ষ্ঠ শ্রেণি)। তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়। ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, শুক্রবার রাতে গ্রেপ্তারকৃত শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে পরিবারের সন্দেহ হয়। টাকার উৎস জানতে চাইলে সে সত্য প্রকাশ করে। পরে স্থানীয়রা তিনজনকে আটক করলে তারা ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোররা জানিয়েছে, নতুন মোবাইল এবং ফ্রি ফায়ার গেমস আইডি কেনার টাকার জন্যই তারা এই পরিকল্পনা করেছে এবং ডাকাতির ঘটনা সাজিয়েছে।


