ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:০৬ এএম
অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর। ছবি- সংগৃহীত

শরীয়তপুরে অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।

শুক্রবার (৫ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় তারা বিএনপিতে যোগ দেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ডামুড্যা উপজেলার তালতলা এলাকায় খোকন মাদবরের বাসায় অপু পৌঁছালে ফুলের শুভেচ্ছা জানান তিনি। এ সময় বিএনপিতে যোগদানের ঘোষণা দেন খোকন।

পরে অপুও তাকে মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। এরপর উপস্থিত কর্মীরাও মালা পরিয়ে বিএনপির পক্ষে অবস্থান জানান দেন। এ ঘটনার পর এলাকায় তাৎক্ষণিকভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

জানে আলম খোকন মাদবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে কাজ করিনি।

তিনি আরও বলেন, মিয়া নুরুদ্দিন অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন। এই মালার সম্মান জীবন দিয়ে হলেও রাখব। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।

অপরদিকে অপুও খোকন মাদবর এবং তার সঙ্গে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সব দলমত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা বিদ্বেষ ভুলে এ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ উন্নত শরীয়তপুর গড়ে তুলব।