ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:২৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

মেষ রাশি

প্রতিবেশীর সঙ্গে মতান্তর হতে পারে। কর্মক্ষেত্রে সংযত ভাষা ব্যবহার করা জরুরি। অতিরিক্ত ব্যয়ে সঞ্চয় কমতে পারে। দালালি বা মধ্যস্থতার কাজে লাভের সম্ভাবনা রয়েছে। কাঁচ ও সিল্ক ব্যবসায় ভালো ফল পাবেন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে।

বৃষ রাশি

কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। নিজের চেষ্টায় সম্পত্তি অর্জনের সুযোগ মিলতে পারে। খরচ বাড়ার সম্ভাবনা আছে। খাবারের ব্যবসায় উন্নতি ঘটতে পারে। জলবাহিত রোগে সতর্ক থাকুন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ পাবেন। পরিবারের প্রবীণদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। ফাটকা ব্যবসায় বিনিয়োগে লাভ হতে পারে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

সম্পত্তি সংক্রান্ত পুরোনো জটিলতার অবসান হতে পারে। অসতর্কতায় অর্থনৈতিক সুযোগ হাতছাড়া হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায় অংশীদারের সঙ্গে মতবিরোধ হলেও বন্ধুর সহায়তা পাবেন।

সিংহ রাশি

হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। যানবাহন কেনার যোগ আছে। নতুন চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায় লাভের ইঙ্গিত থাকলেও শারীরিক সমস্যায় ভুগতে পারেন।

কন্যা রাশি

ব্যবসায় সাময়িক বাধা আসতে পারে। ফুল, ধূপ ও শৌখিন পণ্যের ব্যবসায় লাভ হবে। পুরোনো ঋণ শোধের সুযোগ রয়েছে। নিজের অসতর্কতায় অর্থ ক্ষতি হতে পারে। পুরোনো রোগ ফিরে আসতে পারে।

তুলা রাশি

নতুন বাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারেন। কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন। গলার সমস্যায় কষ্ট হতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশি

যুক্তি ও বুদ্ধির জোরে সাফল্য অর্জন করবেন। সঙ্গীত ও সৃজনশীল কাজে অগ্রগতি হবে। উচ্চশিক্ষায় ভালো ফল আসতে পারে। পুরোনো রোগের উপশমের ইঙ্গিত রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলুন।

ধনু রাশি

হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর মাধ্যমে অর্থ লাভ হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। শারীরিক আঘাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। দাম্পত্য কলহ বাড়তে পারে।

মকর রাশি

ভালো চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় হতে পারে। পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সম্পত্তির সংস্কারে ব্যস্ত হতে পারেন।

কুম্ভ রাশি

সোনার ব্যবসায় আশানুরূপ ফল পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। সন্তানের আচরণে মনঃকষ্ট হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসায় উন্নতি হতে পারে।

মীন রাশি

অতিরিক্ত উচ্চাশা পরিহার করাই শ্রেয়। নিকট আত্মীয়ের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন। চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন। ফাটকা ব্যবসায় লাভের যোগ রয়েছে। চোখের সমস্যায় ভুগতে পারেন।