চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেল থেকে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা একটি ড্রেজার ও একটি বাল্কহেডে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুমিরা ফেরিঘাট সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাত-দিন সুযোগ বুঝে সাগর উপকূল ও সন্দ্বীপ চ্যানেল থেকে বালু তুলে তা বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এভাবে লাগাতার ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে উপকূলীয় বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় জমি এবং ঘরবাড়ি ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ছাড়া বালু উত্তোলনের কারণে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন পরিবেশ-সচেতন বাসিন্দারা।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার স্থানীয় মানুষ একত্র হয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেডে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বহুদিন ধরে তারা প্রশাসনকে অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, বাল্কহেড ও ড্রেজারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।


