ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

লন্ডনের যে হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:০৭ এএম
লন্ডন ব্রিজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তার চিকিৎসা হবে লন্ডনের সুপরিচিত লন্ডন ব্রিজ হাসপাতালে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি ঢাকায় আসা যুক্তরাজ্যের আইসিইউ বিশেষজ্ঞ প্রফেসর রিচার্ড বিয়েল লন্ডন ব্রিজ হাসপাতালের সঙ্গে যুক্ত। তার পরামর্শেই চিকিৎসার স্থান হিসেবে এই হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। রিচার্ড বিয়েল দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন।

লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে আন্তর্জাতিক রোগীদের কাছে পরিচিত। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশনের মূল্যায়নে ‘অসাধারণ’ রেটিং পাওয়া অল্পসংখ্যক বেসরকারি হাসপাতালের একটি। লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই হাসপাতাল জটিল ও বহু অঙ্গ–সংশ্লিষ্ট রোগসমূহের উন্নত চিকিৎসায় সুনাম অর্জন করেছে।

হাসপাতালটির লেভেল-৩ আইসিইউকে যুক্তরাজ্যের বেসরকারি খাতের অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। এখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক অনসাইট থাকেন এবং সংকটাপন্ন রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট ব্যবস্থা চালু থাকে। বহুমাত্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা, আধুনিক ভেন্টিলেশন সুবিধা এবং আইসিইউনির্ভর চিকিৎসা–সেবার কারণে আন্তর্জাতিক রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

উল্লেখ্য, খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার আগাম প্রস্তুতির অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা সাজিয়ে রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে যাত্রার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।