ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে ১০ কোটি ডলার মানবিক সাহায্যের  আশ্বাস দিল চীন

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:২০ এএম

চীনা সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে, যা গাজা উপত্যকার সংকট মোকাবিলা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করবে। গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফরাসি প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পরে তিনি এ ঘোষণা দেন। 

ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতার একটি চিঠি পাঠান। আব্বাস চীনের ভূমিকার প্রশংসা করেছেন, বিশেষ করে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলের দখলের প্রভাব কমানো এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করার ক্ষেত্রে। খবরটি জানিয়েছে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি। 

বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, চীন ফ্রান্সের সঙ্গে সহযোগিতা করে ফিলিস্তিন সমস্যা সমাধানে একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে কাজ করবে। তিন দিনের সফরে চীনে থাকা ম্যাক্রোঁ আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টা তুলে ধরেছেন, যা দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতি সমর্থন জোরদার করছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা চালানোর পর গাজার যুদ্ধ শুরু হয়। ওই ঘটনায় ১ হাজার ২২১ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৭০ হাজার ১১৭ জন নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের তিন সৈন্য নিহত হয়েছেন।