ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৫৯ এএম

কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

গতকাল শুক্রবার ৫ ডিসেম্বর দুপুর ১টায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইমান নাসেরের নেতৃত্বাধীন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮০ রান।

জবাবে ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সাদিয়া ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

এর আগে গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়েছিল পাকিস্তান দল। সিরিজের বাকি তিন ম্যাচ ৭, ১০ ও ১২ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে।

১৩ ডিসেম্বর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল বাংলাদেশ সফর শেষ করবে।