রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মোহাম্মদ জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)।
তাদের সবাইকে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, বাসার রান্নাঘরের গ্যাস লাইনে লিক থেকে গ্যাস জমে থাকার পর বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দগ্ধ হন। তদন্ত শেষে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিস্তারিত আসছে...

