ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ডেমরায় পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:১৪ এএম

রাজধানীর ডেমরার সালামবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে রিনা বেগম (৫৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলের স্ত্রী ফাতেমা খাতুন জানান, পারিবারিক কলহের জেরে রিনা বেগম নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে বিষয়টি টের পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

ফাতেমা আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার রড–মানকা গ্রামে। ডেমরার সালামবাগ এলাকার ৩৪/২৬/৫৮ নম্বর বাসায় স্বামী ইসমাইল হোসেনের সঙ্গে বসবাস করতেন রিনা বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।