সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।
স্থানীয় বিএনপি নেতা তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, খায়রুল হাসান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। গণতন্ত্রের জন্য তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নেতৃত্ব ফিরবেন এই আশায় আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।


