গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামের পাকিস্তানি এক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কারামুক্ত হওয়ার পর তাকে দূতাবাসের প্রতিনিধিদের হস্তান্তর করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন।
কারাগার সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রইস খানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২ থেকে মুক্তি দেওয়া হয়। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা দুইটার দিকে তিনি কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন।
রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার দিন মোহাম্মদের ছেলে। রাজধানীর রমনা থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কারাবন্দী ছিলেন। ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা নির্ধারণ হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সাজা শেষ হলেও মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে তিনি কারাগারে ছিলেন।
জেল সুপার মো. আল মামুন বলেন, বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে তাকে দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর নির্ধারিত গাড়িতে তাকে গন্তব্যে পাঠানো হয়েছে।

