ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

কর্মবিরতি পালিত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৫২ এএম

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

বক্তারা বলেন, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন চাই। তা না-হলে আমাদের আন্দোলন চলবে। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি জেলা শাখার সভাপতি মাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা, সহকারী লাভলি আক্তার প্রমুখ।

কর্মবিরতিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেন। ফলে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হয়।