ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ছাতকে ইউএনওসহ চার কর্মকর্তার বিদায়ি সংবর্ধনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৮ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার বিদায়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেছেন, ‘ছাতকের মানুষ আমাকে যে সম্মান, ভালোবাসা ও সহযোগিতা দিয়েছে, তা আমি সারা জীবন মনে রাখব। যদি অজান্তে কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দুর্নীতি দমন, পরিবেশ রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে বহুবার ঝুঁকির মুখে পড়েছি। তবে সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসাই এগিয়ে যেতে শক্তি দিয়েছে।’ গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইউএনওসহ চার কর্মকর্তার বিদায়ি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ি ইউএনও মো. তরিকুল ইসলাম, ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।