কুষ্টিয়ার ভেড়ামারায় হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর মানিকের বাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়। ওই নারীর নাম খাইরুন নেছা (৬০)। তিনি ওই এলাকার মৃত রজব আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে বাঁধের পাশে পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভেড়ামারা থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি মহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হত্যা করে হাত-পা বেঁধে এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

