গাজীপুরের কাপাসিয়ায় মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। এতে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে উত্তেজিত জনতার হাতে আটক নারীসহ চার মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থার আশ্বাস দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাপাসিয়া বাসস্ট্যান্ড, ফকির মজনু শাহ সেতুর উত্তর পাশ থেকে শ্রীপুর সড়কের নারায়ণপুর এলাকা পর্যন্ত মাদক কারবারি ও মাদকসেবীদের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘœ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ছিনতাই, চুরি ও নানা অপ্রীতিকর ঘটনার শিকার হন পথচারীরা।

