কুমিল্লার তিতাসে ট্রলিচাপায় তিতাস নদীতে গোসল করতে আসা একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি বাজার থেকে রাজাপুর যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেনÑ উপজেলার কড়িকান্দি গ্রামের দিনমজুর ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৩৫), একই গ্রামের মো. ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫)। এরা সম্পর্কে জা হয়।
তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টায় কড়িকান্দি থেকে রাজাপুর যাওয়ার সড়কের পাশে তিন নারী গোসল করছিলেন। রাজাপুর থেকে কড়িকান্দি বাজারে আসার সময় একটি ট্রলি ওই ঘাটের মধ্যে উল্টে পড়ে যায়। এ সময় গোসল করা অবস্থায় তিন নারী আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিসের টিম এসে পরিদর্শন করেছে, এখানে আর কোনো মরদেহ নেই।

