ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সভাপতি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৯ এএম

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে। আলোচিত জুলাই হত্যা মামলাসহ জমি-প্লট জালিয়াতি, দখলবাণিজ্য, প্রতারণা এবং চেক জালিয়াতির অভিযোগ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে উঠছিল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে মনি জমি-প্লট ব্যবসার নামে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এতে বহু সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব মামলার কয়েকটিতে তিনি পলাতক থাকায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার গ্রেপ্তার দাবি করে আসছিলেন।