ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৪৬ এএম
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। ছবি- সংগৃহীত

হিমালয়সংলগ্ন দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে শীতের মাত্রা আরও বেড়েছে। এর সঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগবালাই। স্থানীয় হাসপাতালগুলোর আউটডোরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। চিকিৎসকেরা চিকিৎসার পাশাপাশি শীতের সময় স্বাস্থ্য সতর্কতার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গতকাল ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ তা সামান্য বেড়ে ১২ দশমিক ১ ডিগ্রিতে দাঁড়িয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় শীত আগে নামে এবং তাপমাত্রা দ্রুত কমে যায়। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।

দেশের শীতপ্রবণ অঞ্চলের তালিকায় শীর্ষে থাকা তেঁতুলিয়ায় শীতের প্রকোপ এখন ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।