ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ভেড়ামারায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:২৩ এএম
ভেড়ামারা থানা। ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-লালনশাহ সেতু সড়কের ১২ মাইল নামক স্থানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে মিজান তেল ফিলিং স্টেশন ও শাহারা ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মত আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি একই এলাকায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ধান মাড়াইয়ের জন্য লোক সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি রাকিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।