ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

সিলেট ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৫৩ এএম
যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চুরির সন্দেহে এক দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ মর্মন্তিক ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবক জালাল মিয়া (২৪) দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলি আকবরের ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ইরফান আলী (স্থানীয় সূত্রে আরফান আলী নামেও পরিচিত) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি একই গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির সন্দেহে কয়েকজন ব্যক্তি জালাল মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মারধর ও নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। আমরা ইরফান আলী নামে একজনকে আটক করেছি। নির্যাতনের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।